Title
০৬ ডিসেম্বর ২০১২ থেকে ঢাকায় শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২
Details
বর্তমান সরকারের রূপকল্প ২০২১: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আজ ০৬ ডিসেম্বর ২০১২ থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন 'ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২'। আন্তর্জাতিক আঙ্গিকে অনুষ্ঠেয় এ প্রোগ্রামে বিভিন্ন দেশের মাননীয় মন্ত্রীবর্গ, দেশী-বিদেশী আইসিটি প্রতিষ্ঠান এবং আইসিটি ক্ষেত্রে উজ্জ্বল ও শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করবেন। সম্মেলনে আন্তর্জাতিক বক্তাগণের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার নিমিত্ত মোট ২৭টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর ওয়েবসাইটে (www.digitalworld.org.bd) পাওয়া যাচ্ছে। সকলকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ সম্মেলনে এবং এর সেমিনারগুলোতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।