Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৫নং আউশকান্দি

ডিভিসনঃ সিলেট,

উপজেলাঃ নবীগঞ্জ,

জেলাঃ হবিগঞ্জ।

৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ

কালের স্বাক্ষী বহনকারী এড়াবরাক নদীর তীরে গড়ে  উঠা নবীগঞ্জ  উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো আউশাকন্দি  ইউনিয়ন ।ইউনিয়নের পাসাহে আছে শতবর্ষ পূর্বের হাট  সঈদপুর বাজার পাশ দিয়ে বয়ে গেছে বড়াক নদী। আর নজরকেড়েছে ঐতিয্যবাহী ৩০০শত বছরের পূর্বের শ্রী শ্রী দুর্ল্লভ ঠাকুরের আখড়ায় কারুকার্য দ্বারা নির্মিত অনেকগুলি মন্দির রয়েছে হিন্দু সম্প্রদায়ের দেবালয় এবং অনেকগুলি দেবতলী। এখানে রয়েছে বিখ্যাত আউলিয়া শাহা সদর উদ্দিন (রঃ)এর মাজার প্রতি বৎসর এখানে উরস মোবারক হয় অনেক ভক্ত বৃন্দের সমাগম হয় মাজারের মধ্যে আর রয়েছে শাহ রুমি মিছকিন শাহের আর অনেক গুলো ইউপির পাশে রয়েছে হাইওয়ে। পরিপূর্ন খনিজ সম্পদে যার উত্তোলনের জন্য কাজ চলছে। আউশকান্দি পাওয়ার পপ্ল্যান্ট এবং বনগাও বিদ্যুত প্লান্ত আছে স্ম্রিতি বিজরিত খেলাধুলার মাঠ ঐতিহ্যবাহি ঘোড়ার দৌড়ের মাঠ । প্রতিবছর বরাক নদীতে নোউকা বাইছ হয়। বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ দিলাওর হোসেন  দায়িত্ব গ্রহন করার পর ইউনিয়নে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। তার ব্যাক্তিত্ব সততা নিষ্টা এবং কঠোর পরিশ্রমে উদারতা দিয়ে জয় করেছেন ইউনিয়নের প্রতিতি মানুশের মন . গ্রামের অলিগলি রাস্তা থেকে শুরু করে এমন কোন জায়গায় তার উন্নন্যনের স্পর্শ পড়েনি কেউ বলতে পারবেনা যেমন নিজ হাতে গড়ে তুলেছে ইউনিয়ন। আউশকান্দি ইউনিয়নের মধ্যে এক কথায় বলা যায় যে তিনি সব চেয়ারম্যান বৃন্দের মধ্যে অন্যতম। আউশকান্দি ইউনিয়নের রুপকার জার পরিশ্রমীর ফসল তথ্য প্রযুক্তির দিক দিয়র জেলার মধ্যে ১ম তাই বলা যায় আউশকান্দি একটি পুর্নাঙ্গ ডিজিটাল ইউনিয়ন।  কাল পরিক্রমায় আজ আউশকান্দিইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

এরিয়া

ক) নাম – ৫নং আউশকান্দি  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ২৭ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –২২৫৯৬ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৪২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২৬ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৮.৪%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৫টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ৮টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মোঃ দিলাওর হোসেন

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৯৮ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৩/০১/২০২২ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১৭/০১/২০২২ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৬/০১/২০২৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

১নং ওয়ার্ডঃ পারকুল, বনগাঁও, পাহাড়পুর।

২নং ওয়ার্ডঃ মিছকিনপুর, দ্বিগর ব্রাম্ননগ্রাম, উজিরপুর, ভবানীপুর, মজলিশপুর।

৩নং ওয়ার্ডঃ পিটুয়া, নিয়ামতপুর, মোহাম্মদপুর, রুদ্রপুর।

৪নং ওয়ার্ডঃ সদরাবাদ, মুকিমপুর, জিয়াদিপুর, শ্রীকৃষ্ণপুর।

৫নং ওয়ার্ডঃ আলমপুর, সুনামপুর, চরগাঁও, নাজিমপুর, বকশিপুর, ফরাসতপুর।  

৬নং ওয়ার্ডঃ উমরপুর, আজলপুর, মংলাপুর, সঈদপুর, ইসলামপুর।

৭নং ওয়ার্ডঃ চৈতন্যপুর, জালালপুর, মিনাজপুর।

৮নং ওয়ার্ডঃ দেওতৈল, হীরাগঞ্জ বাজার, মিঠাপুর, উত্তর দৌলতপুর, আউশকান্দি, উলুকান্দি।

৯নং ওয়ার্ডঃ দক্ষিন দৌলতপুর, আমুকোনা, বেতাপুর, রায়পুর।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৭ জন।